মানিকগঞ্জে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্যমেলার উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় অনলাইনে যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মোশতাক হাসান, পরিচালক মোহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা। মেলায় সর্বমোট ১১৩ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বিসিক, মানিকগঞ্জ চেম্বারস এন্ড কমার্স, বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন ও উইমেন এন্ড ই-কমার্স- উই’ এর সদস্যরা উপস্থিত ছিলেন।