মানিকগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।
মানিকগঞ্জের ঘিওরে বাসের চাপায় রিক্সা চালকসহ দুই জন নিহত হয়েছে। দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে জোকা এলাকায় সিএনজি পাম্পের কাছে রিক্সা করে আসতে ছিল সেলিম নামে একজন । এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক ও আরোহী দু’জন নিহত হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।নিহতরা ঘিওরউপজেলার শোলধারা এলাকার বাসিন্দা।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ফাহিম নিহত হয়েছে। এ ঘটনায় ফাহিমের বাবা আল-মামুন ও মা সুমি আক্তার আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ী টাঙ্গাইল পৌরসভার কলেজ পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান, আহত আল-মামুন বাসাইল তার শশুড়বাড়ী থেকে মোটরসাইকেল যোগে তার পরিবার নিয়ে বাড়ী ফিরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দেয়।