মানিকগঞ্জ নাটোর কুমিল্লা ও নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
- আপডেট সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ, নাটোর, কুমিল্লা ও নড়াইলে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে জেলা সিভিল সার্জনদের আহ্বান।
মানিকগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও নাটাব। সভায় উপস্থিত হন সিভিল সার্জন মোহাম্মদ আনোয়ারুল আমিন আকন্দ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজীব বিশ্বাস, নাটাব’এর সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনসহ অনেকেই।
নাটোরেও পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
কুমিল্লায় সিভিল সার্জন কার্যালয় ও সহযোগী সংস্থার আয়োজনে সকালে এই উপলক্ষে একটি রেলী বের করা হয়। রেলীতে নাটাব, ব্র্যাক, আহসানিয়া মিশন, বক্ষব্যাধি ক্লিনিক, সূর্যের হাসির এবং বন্ধুর সদস্যরাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
“মুজিব বর্ষের অঙ্গিকার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে আজ।