মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিরোধী দলের ওপর আবারো নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়া ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যদিকে, হামলা মামলা ও পুলিশ দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত রক্তদান কর্মসুচিতে তিনি বলেন, অনৈতিকভাবে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। দমন পীড়ন চালিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি।