রাজশাহীতে অধ্যক্ষকে অপহরণের ঘটনায় এমপি মনসুরের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ
- আপডেট সময় : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
অধ্যক্ষকে অপহরণের পর বাসায় জোর করে মিষ্টি খাইয়ে ছবি তুলেছিলেন রাজশাহীর আলোচিত এমপি ডা. মনসুর রহমান। মাদ্রাসা থেকে অপহরণের অভিযোগে এমপির ক্যাডারদের বিরুদ্ধে থানায় এজাহার জমা দিয়েছেন তিনি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা রেকর্ড করেনি। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিত ওই অধ্যক্ষ।
২০০৯সাল থেকে পুঠিয়া উপজেলার সৈয়দ করম আলী দারুস সুন্নাহ ফাজিল মাদ্রসার পদে সভাপতির পদ দখলে রেখেছেন স্থানীয় এমপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। কিন্ত এবার সভাপতির পদ হারান তিনি। এনিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের ক্ষুব্ধ হন স্থানীয় সংসদ সদস্য ডা. মনসুর রহমান।
রোববার অধ্যক্ষকে ফোন করে তার বাসায় দেখা করতে বলেন। এক পর্যায়ে অধ্যক্ষকে ঘাড়ে পাক দিয়ে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেন তিনি।
এঘটনার পরদিনই সোমবার সকালে ফিল্মী কায়দায় মাদ্রাসার অফিস থেকে অপহরণ করে রাজশাহী শহরে এমপির বাসায় নিয়ে যাওয়া হয় অধ্যক্ষ হাবিবুর রহমানকে।
এর প্রতিবাদে মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করলে এমপি মনসুর রহমান তার বাসায় অধ্যক্ষকে জোর করে মিষ্টি খাওয়ানোর ছবি তুলে ছেড়ে দেন। তবে অপহরণের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন সংসদ সদস্য মনসুর রহমান।
এদিকে এঘটনায় আটজনকে আসামী করে থানায় অভিযোগ করেছেন অধ্যক্ষ। কিন্তু এ পর্যন্ত সেটি মামলা হিসেবে রেকর্ড করে নি পুলিশ।