মামলা হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মামলা হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে সুপ্রীমকোর্ট বার মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা- জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। সমির্জা ফখরুল আরো বলেন, সরকারের পায়ের নিচে মাটি না থাকায় অসুস্থ্য খালেদা জিয়াকে প্রতিহিংসা পরায়ণ হয়ে বিদেশে চিকিৎসায় অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারকে দানবের সঙ্গে তুলনা করে পরাজিত করতে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে আন্দোলনের বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল।