মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় সাবেক হেফাজত নেতা মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।
বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এ আদেশ দেন। এর আগে ১২ মে আরও ৫ মামলায় মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল আদালতে যুক্ত ছিলেন মামুনুল হক। আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, হরতালে নাশকতার ১টি মামলায় মামুনুল হক গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।