মার্কিন গবেষকদের প্রচেষ্টায় চলতি বছরেই করোনার টিকা আবিষ্কার হয়ে যাবে
- আপডেট সময় : ০১:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার দেশের গবেষকদের প্রচেষ্টায় চলতি বছরেই করোনার টিকা আবিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সারাবিশ্ব। যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সঙ্গেও এই চেষ্টায় যুক্ত আছে।
ফক্স নিউজের আয়োজিত এক অনুষ্ঠানে রোববার প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে আগে টিকা আবিষ্কার করে ফেলে? উত্তরে ট্রাম্প বলেন, আমি বিষয়টি ভাবছি না। আমি কেবল একটি টিকা পেতে চাই, যা কাজে দেবে। তিনি বলেন, সত্যিই বিষয়টি সেভাবে তিনি পাত্তা দিচ্ছেন না; অন্য কোনো দেশও টিকা আবিস্কার করলে কোনো সমস্যা নেই। পেন্টাগন ও সিআইএ’র সাবেক কর্মকর্তা ম্যাট ক্রয়েনিগ বলেছেন, চীন নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য মোক্ষম অস্ত্র হিসেবে করোনাভাইরাসের টিকা ব্যবহারের জোর চেষ্টা চালাতে পারে। এদিকে চীন সবার আগে এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা শুরু করেছে। অন্য দেশগুলো টিকা আবিষ্কারের পথে যতদূর এগিয়ে গেছে, সেই তথ্যও চীন পাওয়ার চেষ্টা করতে পারে।