মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান :উইলিয়াম এভানিনা
- আপডেট সময় : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি’র প্রধান উইলিয়াম এভানিনা সতর্ক করে বলেছেন, এ বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান। এরই মধ্যে ডেমোক্র্যাট প্রতিনিধি জো বাইডেনকে ব্যর্থ করার চেষ্টা শুরু হয়েছে।
শুক্রবার জনসম্মুখে এ সব কথা বলেছে তিনি। উইলিয়াম এভানিনা বলেন,অনলাইনে গুজব ছড়িয়ে ও অন্যান্য উপায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের প্রভাবিত, বিশৃঙ্খলা তৈরি ও মার্কিন ভোটারদের আস্থার অবমাননা করার চেষ্টা হচ্ছে । তবে তিনি আরও বলেন, বড় মাপে হস্তক্ষেপ বা ভোটের ফল নিজেদের স্বার্থের ব্যবহার করা কঠিন হবে শত্রুদের জন্য।মার্কিন কাউন্টারইন্টেলিজেন্স প্রধান আরও বলেন, ক্রেমলিন সংশ্লিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও রাশিয়ার টেলিভিশনকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে। তিনি জানান, তার সংস্থার পর্যালোচনায় উঠে এসেছে যে, চীন চায় না ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হোন। কারণ বেইজিং তাকে অনেক বেশি অনির্ভরযোগ্য বলে মনে করে।
ইরানের চেষ্টার বিষয়ে এভানিনা বলেন, অনলাইন কৌশল ব্যবহার করে দেশটি মার্কিন প্রতিষ্ঠান ও ট্রাম্পকে খাটো করা ও ভোটারদের অসন্তুষ্টি বাড়াতে চাইছে।