মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

- আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ‘এগিয়ে থাকার’ আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন তিনি।
ঘনিষ্ঠজনদের তিনি বলেছেন, ভোট গণনায় নিজের পক্ষে জোয়ার দেখলেই মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেবেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান আমেরিকা ফার্স্ট। এছাড়াও চীনের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের পণ্য টিকিয়ে রাখা ডোনাল্ড ট্রাম্পের আরো একটি প্রতিশ্রুতি। এদিকে, পুনর্নির্বাচিত হলে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করবেন নির্বাচনের দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আভাস দিয়েছিলেন। জবাবে ফাউসিকে রেখে ট্রাম্পকেই বিদায় করে দেয়ার কথা বললেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেন বলছেন প্রেসিডেন্ট হলে তিনি বিশ্বে আমেরিকার নেতৃত্ব পুন-প্রতিষ্ঠা করবেন। জলবায়ু রক্ষায় ফিরে যাবেন প্যারিস চুক্তিতে। এছাড়াও ৯৭ শতাংশ মার্কিন নাগরিককে ওবামা কেয়ার ইন্সুরেন্সের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।