খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই : আসাদুজ্জামান খান কামাল
- আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। ভিসানীতি প্রয়োগের তালিকা অনলাইন প্লাটফর্মে ভেসে বেড়ালেও, এটি গুজব বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটানা দেড় মাসের অধিক ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেবার আবেদন করলেও, অনুমতি মেলেনি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইন মন্ত্রণালয়ের মতামতের পর খালেদা জিয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই বলে জানান তিনি।
তিনি বলেন,মার্কিন ভিসা নীতি কাদের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে তার কোন তালিকা মন্ত্রণালয়ে নেই । নির্বাচনকে ঘিরে কোন সহিংসতা প্রশ্রয় দেয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।