মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের গণমাধ্যমের ওপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এটি বাংলাদেশের স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের ওপর অন্য দেশের হস্তক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর ব্যাখা দিতে হবে।
বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বরেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেশটির ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। মার্কিন ভিসানীতি নিয়ে সরকার মাথা ঘামায় না। তবে মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় তিনি উদ্বিগ্ন। তিনি বলেছেন, “ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে। দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে।স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু কেন গণমাধ্যমের ওপর ভিসানীতি কার্যকর হবে, সেটি বোধগম্য নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।