মার্জিতভাবে ভোট দিয়েছেন ভোটাররা : সিইসি
- আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ৫৭ জেলা পরিষদ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোপন কক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেনি। মার্জিত ও ভদ্রভাবে ভোট দিয়েছেন ভোটাররা। দুপুরে জেলা পরিষদের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। সিইসি বলেন, জেলা পরিষদে গাইবান্ধা উপ-নির্বাচনের প্রভাব পড়েছে। আগামীতে বড় পরিসরের নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে সক্ষমতা তৈরির বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীরআগারগাঁও নির্বাচন ভবনে ৫৭ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের এক হাজার ৩শ ৯১ টি কক্ষ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষন করে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের মনিটরিং সেল।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালে নেতৃত্বে অন্য কমিশনারসহ সেলের সদস্যরা সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে হওয়া নিবাচন পর্যবেক্ষন করেন।
ভোট গ্রহন শেষে দুপুর ২ টায় পুরো নির্বাচন পর্যবেক্ষন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা উপ নির্বাচন প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
সিসিটিভিতে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি।
আগামীতে বড় পরিসরে নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে সক্ষমতা তৈরির চিন্তা আছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।