মালিক-শ্রমিক আর সরকার মিলে একচেটিয়া ভাড়া বাড়িয়েছে : যাত্রী কল্যাণ সমিতি
- আপডেট সময় : ০৬:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক-শ্রমিক আর সরকার মিলে একচেটিয়া ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। বাস্তবায়ন হয়নি সরকারের আশ্বাস। লঞ্চের অতিরিক্ত ভাড়া সড়ক পথের চেয়ে দ্বিগুণ করাকেও অযৌক্তিক বলে মনে করে সমিতি। ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বিআরটিএ ও বিআইডব্লিউটিএ’র অনেকেই মালিকদের পকেটে ঢুকে পড়েছে বলে অভিযোগ করে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রীর স্বার্থ বিকিয়ে দিয়ে গলাকাটা ভাড়া নির্ধারণের ফলে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষকে আরও একদফা গভীর সংকটে ঠেলে দেয়া হয়েছে বলে মনে করেন মহাসচিব।