মালিতে জেহাদি হামলায় ১৫ সেনা-সহ মৃত ৬৪
- আপডেট সময় : ১১:৫১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
নৌকায় হামলায় ৪৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর উত্তর গাও অঞ্চলে একটি সেনা শিবিরে জেহাদিদের হামলায় ১৫ জন সেনা জওয়ান মারা গেছেন।
সরকার জানিয়েছে, জেএনআইএম এই হামলার দায় স্বীকার করেছে। তারা হলো আল কায়দার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর জোট।
সরকার দাবি করেছে, সেনাও পাল্টা গুলি চালায়। তাতে ৫০ জন আক্রমণকারী মারা গেছে।
এখনো পর্যন্ত যা জানা গেছে
সেনা জানিয়েছে, টিমবাকটুর কাছে নাইজার নদীর উপরে নৌকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। তারা তিনটি রকেট ছোড়ে।
গত অগাস্ট থেকে সন্ত্রাসীরা টিমবাকটুকে অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে সেনাকে আসতে দিচ্ছে না। খাবারদাবারও পাঠাতে দিচ্ছে না।
সরকারের অনুরোধে মালি থেকে জাতিসংঘ ১৭ হাজার সান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। তখনই এই আক্রমণ হলো। এই বছরের শেষে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার শেষ করবে জাতি সংঘ।
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ