মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পর এবার তার স্ত্রী দোষী সাব্যস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ১২ বছরের সাজা খাটা শুরু করেছেন। এবার তার স্ত্রী রোসমা মানসরও ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
হাইকোর্ট দেশটির প্রাক্তন ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করে। রোসমাহ মানসরের বিরুদ্ধে একটি সৌরশক্তি প্রকল্পের ১৮৭ মিলিয়ন রিঙ্গিত সমমানের আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং কর ফাঁকির আরও ১৭টি অভিযোগ আনা হয়। বিলাসবহুল পণ্য এবং গহনা ভীষণ পছন্দ করতেন রোসমাহ। মালয়েশিয়ার পুলিশ ২০১৮ সালে নাজিব রাজাক ও রোসমাহ দম্পতির সম্পদ খুঁজতে অভিযান চালায়। সে সময় একটি দেড় মিলিয়ন ডলার মূল্যমানের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি দামী ব্যাগের খোঁজ পায় পুলিশ।