মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচেও বিপিএলে তৃতীয় হার দেখলো ঢাকা
- আপডেট সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মাশরাফি বিন মোর্ত্তজার প্রত্যাবর্তনের ম্যাচেও বিপিএলে তৃতীয় হার দেখলো মিনিস্টার গ্রুপ ঢাকা। ৭ উইকেটে জিতে অষ্টম আসরে প্রথম জয় পেলো সিলেট সানরাইজার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ১০০ রানে অলআউট হয় ঢাকা। জবাবে ১৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সিলেট। ৪০২ দিন পর খেলতে নেমে ২১ রান খরচায় ২ উইকেট নেন মাশরাফি।
মাশরাফি কখন নামবেন…..। গুনে গুনে ৪০২ দিন পর মিরপুরে খেলতে নামা নড়াইল এক্সপ্রেসের জন্য হয়তো এভাবেই অপেক্ষা করছিলেন ক্রিকেট ভক্তরা। অবশেষে মাশরাফি নামলেন, আলোকিত করলেন মিরপুরের বাইশ গজকে।
ম্যাশ যখন নামলেন তখন খাদের কিনারে মিনিস্টার ঢাকা। ৬৬ রানে ৬ উইকেট হারানো বিধ্বস্ত এক দল। মাশরাফির পরশে পরিণত শুভাগত হোম। যদিও ক্রিকেটের সেই সৌন্দর্যে প্রলেপ দিতে পারেননি মাশরাফি নিজেই। ২ রানে আউট ম্যাশ, আরো বিপদে মিনিস্টার ঢাকা।
শুরুটাও এক, অভিন্ন মাহমুদউল্লাহর দলের। শেহজাদকে দিয়ে শুরু, এরপর একে একে ফিরেছেন তামিম, জহুরুল, নাঈম শেখ।
ক্যারিবীয় পাওয়ার হাউস আন্দ্রে রাসেলও ব্যর্থ এদিন। তবে বিপর্যস্ত দলের হাল ধরার চেষ্টায় মাহমুদউল্লাহ রিয়াদ।
যদিও ক্যাপ্টেন টেকেননি বেশিক্ষণ। ৩৩ রানে সন্তুষ্ট থাকতে হয় ঢাকার অধিনায়ককে।
পরের গল্পটা সবার জানা। শেষের দিকে রুবেলের ১২ রানে কোনোমতে স্কোরবোর্ডে ১০০ তোলে ঢাকা। নাজমুল অপুর চার আর তিন উইকেট নিয়ে পরিণত তাসকিন আহমেদ।
বোলিংয়ে অবশ্য উজ্জ্বল মাশরাফি। ১৬ রানে লেন্ডল সিমন্সকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন ঢাকার হয়ে। ৪৫ করা এনামুল বিজয়কেও ফিরিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
ততক্ষণে জয়ের খুব কাছে সিলেট সানরাইজার্স। মিথুনের উইকেট মুরাদ কিংবা ঢাকার সান্ত্বনা মাত্র। বোপারাকে সাথে নিয়ে সিলেটের আর বিপদ হতে দেননি কলিন ইনগ্রাম, ২১ রানে অপরাজিত থেকে।
প্রত্যাবর্তনের ম্যাচে হার দেখলেন মাশরাফি, হার দেখলো ঢাকা। চার ম্যাচে এক জয়কে সঙ্গী করে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু করবে মাহমুদউল্লাহ’র দল।