মাস্ক না পরায় পদত্যাগ করতে হলো চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিশ্বে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার সংখ্যা প্রায় চার লাখ ৯০ হাজার। এর মধ্যে ইউরোপেই শনাক্ত হয়েছে দুই লাখ ৩১ হাজার। মাস্ক না পরায় পদত্যাগ করেছেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী।
আর একদিনে করোনায় নতুন করে মারা গেছে সাড়ে ছয় হাজার। ফ্রান্সে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় পর্তুগালে জনবহুল জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ইতালির পরিস্থিতি খারাপ হতে থাকায় কাম্পানিয়া অঞ্চল পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোল্যান্ডে সারাদেশই ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। যার আওতায় স্কুল ও রেস্তোরাঁ আংশিকভাবে বন্ধ রাখা হচ্ছে। চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী মাস্ক ছাড়া রেস্তোরাঁয় যাওয়ায়, তাকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে, গ্রিসের রাজধানী এথেন্স ও অন্যান্য এলাকায় শনিবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ছাড়িয়েছে ৮১ হাজার।