মা ইলিশ ধরায় ৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, মাদারীপুর ও মানিকগঞ্জে মা ইলিশ ধরায় ৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। রোববার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বেলকুচির এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে দেয়া হয়।
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে গেলোরাতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এসম ৬০ কেজি ইলিশ ও ৪৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।
এদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানের অভিযানে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।