মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
- আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বিকেলে অতিরিক্ত মহানগর তৃতীয় জজ আদালতের বিচারক মো: জসিম উদ্দীনের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের নির্দেশ দেন তিনি। এর আগে কড়া পুলিশী পাহারায় বাবুল আক্তারকে আদালতে নিয়ে আসে পুলিশ। শুনানীতে রাষ্ট্রপক্ষ মিতু হত্যাকে বাবুলের পুর্বপরিকল্পিত হত্যাকান্ড হিসেবে দাবি করা হয়। অন্যদিকে বাবুল আক্তার গভীর ষড়যন্ত্রের শিকার দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চান তার আইনজীবীরা। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় স্বামী বাবুলের দায়ের করা মামলায় বাবুলকেই প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পিবিআই। এরপর বাবুলকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগপত্রে নাম থাকা অন্য আসামীরা হলেন কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক ভোলা, মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার হোসেন, খাইরুল ইসলাম কালু ও শাহজাহান মিয়া। এতে মুসা ও কালুকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।