মিথ্যা ও সহিং’সতার কারণে মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে : জো বাইডেন
- আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেয়ার সময় শেষ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, মিথ্যা ও সহিংসতার কারণে মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বাইডেন জানালেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
বাইডেন বলেন, এবারের মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই। তিনি ভোটারদের ভোট দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। ফ্লোরিডায় গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে এক সমাবেশে তিনি আরও বলেন, আর কোনো ভুল করা যাবে না। সবার জন্য গণতন্ত্র ব্যালটে। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রচারণা চালাচ্ছেন বাইডেন। এদিকে..সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন না হলে সামনে আরো মানুষ ক্ষতির শিকার হতে পারেন। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জেতাতে বাইডেনের পাশাপাশি প্রচারণার নেমেছেন ওবামাও।