মিনি কক্সবাজার খ্যাত ঠাকুরগাঁওয়ের ভুল্লীবাঁধে এই বর্ষায় বেড়েছে দর্শনার্থীর ভীড়
- আপডেট সময় : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
মিনি কক্সবাজার খ্যাত ঠাকুরগাঁওয়ের ভুল্লীবাঁধে এই বর্ষায় বেড়েছে দর্শনার্থীর ভীড়। নির্মল আনন্দ-বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে বাঁধটি। বাঁধে যাওয়ার রাস্তা সংস্কার ও নিরাপদ ভ্রমণের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।
পাহাড়ি ঝর্ণাধারার মতো এই স্রোতের উৎস কোনো পাহাড় নয়। এটি ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদীর বাঁধ। বর্ষা এলেই এ বাঁধ হয়ে ওঠে বিনোদন কেন্দ্র। বছরের অন্য সময়ে তেমন পানি না থাকলেও, বর্ষায় টইটম্বুর হয়ে যায়। এখন এটি মানুষের মুখে মুখে মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।
আবাদি জমিতে সেচ দিতে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড ১৯৯৬ সালে ভুল্লী বাঁধ নির্মাণ করে। বর্ষা মৌসুমে এ বাঁধে পানি ধরে রাখা হয়। খরার সময় ফসলের সেচ কাজে ব্যবহার করা হয়। বাঁধটি সংস্কারের দাবি করেন, দর্শনার্থীরা।
বাঁধে যাওয়ার রাস্তা ও অবকাঠামো উন্নয়নে আশ্বাস দেন, এই কর্মকর্তা।
প্রাকৃতিক উৎস থেকে গড়ে ওঠা এই জায়গাটি, পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশা করে, ঠাকুরগাঁওবাসী।