মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত।
সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পুলিশ প্রতিবেদন গ্রহণ করে নথিভূক্ত করেন। এরআগে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ মামলায় মোট দুটি ভাগে ২৪ জনকে আসামী করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে ও বাকি ১৪ জনকে কিশোর আদালতে বিচারের জন্য আলাদা করা হয়েছে। জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের বিচারের জন্য করা ১০ জন আসামীর মধ্যে রিফাত ফরাজীকে ১ নম্বার আসামি করা হয়েছে।মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে করা হয়েছে ৭ নম্বর আসামি। কিশোর আদালতে বিচারের জন্য রিশান ফরাজীকে ১ নম্বর আসামি করা হয়েছে।