মিয়ানমারে অং সান সু চি ও প্রেসিডেন্টসহ কয়েকজন মন্ত্রী আটক, জরুরি অবস্থা জারি
- আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ কয়েকজন মন্ত্রী আটক, জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পরেই একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ গ্রজণের প্রয়োজন ছিলো । সোমবার নব নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে মিয়ানমার সেনাবাহিনী। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির….এনএলডি মুখপাত্র জানান, সোমবার ভোরে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সু চিকে আটকের পর সেনাবাহিনী রাজধানী নেইপিদো এবং ইয়াঙ্গুন নিয়ন্ত্রণে নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রেডিও-টেলিভশন। ২০১১ সাল পর্যন্ত মিয়ানমার শাসন করেছে সামরিক বাহিনী। সু চিকে গৃহবন্দি রাখা হয় অনেক বছর।