মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলিতে বাংলাদেশি জেলে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে গিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে।
ভোরে নাফ নদের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। এতে একই এলাকার আবুল কালাম নামের অপর এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, নাফ নদে মাছ ধরতে যায় এক জেলে। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী গুলি চালালে সে নিহত হয়। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছে আরেক জেলে। নিহত জেলে নূর মোহাম্মদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার ছিদ্দিক আহমদের ছেলে।