মিয়ানমার সীমান্তে সকাল থেকে গুলির শব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
মিয়ানমার সীমান্তে সকাল থেকে ফের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আতঙ্কে নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একইসঙ্গে স্থানীয়দের বহনকারী নৌযান চলাচল সীমিত হয়েছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, উপজেলার শাহপরীর দ্বীপে সীমান্তের ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। রাতভর শান্ত থাকলেও সকাল থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকায় দেশটির সরকারি বাহিনী ও বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে চলা গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান সীমান্ত এলাকার মানুষ। দেশটিতে সংঘাত অব্যাহত থাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। এদিকে, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ ১৮ দিন পর গেলো রাতে উদ্ধার করেছে স্থানীয়রা।