মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট
- আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট। গণপরিবহণের জন্য সকাল থেকে শত শত যাত্রী বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা মিলছে না।
ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে বাস রাস্তায় নামায়নি মোটর শ্রমিকরা।ফলে অনেকক্ষণ পর পর দুয়েকটি বাস এলে তাতে উঠতে যাত্রীদের ধাক্কাধাক্কি করতে দেখা গেছে। গন্তব্যে যাওয়ার জন্য বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী সাধারণ। সকালে মিরপুর ১০, ১১, ১২, কালশী, পূরবী, সিরামিক রোড ঘুরে দেখা যায়, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগামী যাত্রীরা বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। দিশেহারা যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করেও গন্তব্যে যাওয়ার গাড়ি পাচ্ছেন না। মিরপুর ১২ নম্বর থেকে হাতেগোনা দুয়েকটি বাস ছাড়লেও ওইসব বাস যাত্রীতে ঠাসা। মূল সড়কে কয়েশ বাস পার্কিং করে রাখা রয়েছে। ওই সব বাসের শ্রমিকরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ধর্মঘট করছেন।