মিরসরাইয়ের পাহাড়ে নাপিত্তাছড়া ঝর্ণায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া নয়দুয়ারিয়া এলাকার পাহাড়ের নাপিত্তাছড়া ঝর্ণায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও পুলিশ।
চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে গত রোববার এক সাথে দুই ভাই ও এক বন্ধু ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণায়। হঠাৎ টানা বৃষ্টির প্রবল স্রোতে পানিতে তলিয়ে যায় তিনজনই। পরে ঘটনার দিন সন্ধ্যায় একজন, গতকাল আরেকজন এবং আজ উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। নিখোঁজের ৪০ ঘন্টার মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ভাই মো. তানভির, তারেক এবং একই এলাকার বাসিন্দা বন্ধু মো. ইশতিয়াক মারা যান।