দেশ একটি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৮২২ বার পড়া হয়েছে
দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে অভিযোগ তুলে তা ফিরিয়ে দিতে বিএনপি লড়াই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে এ কথা বলেন তারা ।
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত ও ইন্দো-প্যাসিফিক কৌশল শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি।
এতে অংশ নেন ১ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির শরিক দলগুলোর প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ ৯ টি দেশের প্রতিনিধিরা।
বিএনপি’র পক্ষ থেকে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতের কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশ একটি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব।নির্বাচন সামনে রেখে সাজা দিয়ে বিএনপি নেতাদের নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার বলে অভিযোগ করেন তিনি।
দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।