মিশরে নিষিদ্ধ রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
মিশরে নিষিদ্ধ ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদের মধ্যে ৯ জন কারাগারে ও বাকি একজন পলাতক রয়েছেন। আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিশরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সাজাপ্রাপ্ত ১০ জন ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। সরকার উৎখাতে বৃহত্তর কায়রো এলাকায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামী আন্দোলন ও মিশরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড।