‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ হলেন ফারজানা ইয়াসমিন অনন্যা
- আপডেট সময় : ০২:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯২৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এবার ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন যশোরের মেয়ে ফারজানা ইয়াসমিন অনন্যা। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৯ অক্টোবর জাপান যাচ্ছেন। সেখানকার বিশ্বমঞ্চে প্রায় ৭৫টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর করছেন অনন্যা। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নারী বিষয়ক সম্পাদক।
এ প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এবার আমি চ্যাম্পিয়ন হয়ে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্বমঞ্চে আমাকে অনন্যা নামে ডাকবে না, বাংলাদেশ বলে ডাকবে। এই অনুভূতি সারাজীবন মনে রাখবো। তাছাড়া আমি প্রথম সেখানে বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। আমি মনে করি এটাও একটা ইতিহাস।’
তিনি আরও বলেন, ‘ইন্টারন্যাশনালি একাধিক গুণ থাকা প্রতিযোগীদের প্রাধান্য দেয়া হয়। আমি দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাও উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পাশাপাশি রাজনীতিতে জড়িত। আমি একজন সমাজকর্মী, একটি এনজিও-এর প্রেসিডেন্ট। এই গুণগুলো আমাকে আন্তর্জাতিকভাবে অনেক গুড ইমেজ তৈরি করতে সাহায্য করেছে। তাই বিশ্বমঞ্চে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে, সবার সাপোর্ট চাই।’
উল্লেখ্য, অনন্যা এর আগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশে’ ২০২১-এ তিনি প্রথম রানার্স আপ নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি মডেলিং করছেন।