মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি কারাগারে বিক্ষোভ করেছে বন্দিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি কারাগারে বিক্ষোভ করেছে বন্দিরা। করোনা সংক্রমণের মধ্যে বন্দিদের গাদাগাদি করে রাখায় এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা না দেয়ার প্রতিবাদে বন্দিরা বিক্ষোভ করে।
শুক্রবার ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় তারা । এ সময় সেখান থেকে জান্তাবিরোধী নানা শ্লোগান শোনা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা । অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স জানিয়েছে, প্রথমে নারী বন্দিদের ব্লকে বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে যায় অন্যান্য ব্লকেও ।পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয় মিয়ানমারের রাজপথ । গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বড় একটি অংশকে আটক রাখা হয়েছে এ কারাগারে। এরপর থেকে মিয়ানমারে প্রথম এ ধরণের বিক্ষোভ হলো।