মিয়ানমারের ওপর আরো চাপ বাড়াতে বিশ্ব নেতাদের সক্রিয় উদ্যোগ নেবার আহ্বান
- আপডেট সময় : ০৯:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের মধ্যস্থতায় সামনের দিকে এগুচ্ছে বাংলাদেশ- এমন মন্তব্য করে মিয়ানমারের ওপর আরো চাপ বাড়াতে বিশ্ব নেতাদের সক্রিয় উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে মিয়ানমার বাংলাদেশের নামে মিথাচার করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কুটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব জানান ড. এ কে আবদুল মোমেন।
দ্বিতীয় দফা প্রত্যাবাসনের দিন, ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ানমার দাবি করে, বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। মিথ্যাচারের এমন তথ্য বাংলাদেশে অবস্থানরত কুটনীতিকদের জানানোসহ রোহিঙ্গা পরিস্থিতি জানাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই আয়োজন।
কূটনীতিকরা বিদায় নেয়ার পর, পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ‘মিথ্যাচার’ করছে। বিভিন্ন দেশও এ বিষয়ে একমত হয়েছে।
বিশ্ব নেতাদের সক্রিয় উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের ওপর আরো চাপ বাড়াতে হবে। চীন সরকারও এই ইস্যুতে বাংলাদেশের সাথে আছে।
রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র কার্যক্রম ও এনজিওরা শর্ত ভঙ্গ করলে, সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন ড.এ কে আব্দুল মোমেন।