মিয়ানমারের গোলাগুলিতে তুমব্রু সীমান্তের ছড়িয়ে পড়েছে উত্তেজনা
- আপডেট সময় : ০৩:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক পা উরে যাওয়া উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। উইনু থোয়াইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু হেডম্যান পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের অংক্য থোয়াইন তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি জানান, নো ম্যানস ল্যান্ডের ৩৫ নম্বর পিলারের কাঁটাতারের কাছে শুক্রবার বিকালে তিনি সহ আরো চার বাংলাদেশী সীমান্তে গরু আনতে যান। এসময় মিয়ানমার আর্মির পেতে রাখা মাইনে পারা দেয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেলে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, আহত উইনু থোয়াইং তঞ্চঙ্গা শঙ্কা মুক্ত নন।