মিয়ানমারের বিক্ষোভ দমনের হত্যাকাণ্ড বন্ধে সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে আহ্বান
- আপডেট সময় : ০১:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মিয়ানমারের বিক্ষোভ দমনের হত্যাকাণ্ড বন্ধে সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে আহ্বান জানিয়েছেন আসিয়ানের সদস্যভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা। একই সঙ্গে তারা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার কথা জানান তারা।
বৈঠকের পর এক বিবৃতিতে আসিয়ানের সদস্যভুক্ত ১০টি দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ দফায় একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে, অবিলম্বে সহিংসতা বন্ধ এবং আসিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে সংলাপ। বিবৃতিতে মিয়ানমারকে মানবিক সহযোগিতা দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের নবগঠিত জাতীয় ঐক্য সরকার। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনও ফোরামে মিয়ানমার সংকট নিয়ে আলোচনা হলো। ১লা ফেব্রুয়ারী মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সামরিক জান্তা সরকার প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এই প্রথম কোন সফরে দেশের বাইরে গেলেন। এদিকে, বৈঠকস্থলে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়ে নিজেদের প্রতিবাদ জানান।