মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০১:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে যাওয়ার কথা জানায় মিয়ানমার সেনাপ্রধান। এদিকে, রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, খুব শীঘ্রই মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের নিউজিল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কার্যক্রমের কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে কাজ করবে সেনা সরকার। তবে সুচির মতো সেনাপ্রধানও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি। সামরিক সরকার ক্ষমতা দখলে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষক ও মানবাধিকার সংস্থাগুলো।