মিয়ানমারে দুটি গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে জান্তা বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের দুটি গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে জান্তা বাহিনী। এই ঘটনার মধ্য দিয়ে বেসামরিকদের ওপর সামরিক সরকারের দমন-পীড়নের নতুন চিত্র সামনে এলো।
জান্তা সরকারের এমন কাণ্ডে প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন হাজারো বাসিন্দা। দুটি হেলিকপ্টারে থেকে অবতরন করে ১৫০ সেনা সদস্য গ্রামবাসীর ওপর ভয়ানক তাণ্ডব চালায়। জান্তা বাহিনীল হঠাৎ অভিযানে ওই দুই গ্রামের বাসিন্দারা প্রয়োজনীয় কিছু না নিয়েই পালিয়ে যেতে বাধ্য হয়। হামলার শিকার হওয়া গ্রাম দুটির নাম মওয়ে এবং প্যান। আগুনে পুড়ে গেছে দুই গ্রামের পাঁচ শতাধিক ঘর-বাড়ি পুড়ে গেছে।গ্রামবাসীর কাছে মুক্তিপণ চাওয়ার অভিযোগও পাওয়া গেছে জান্তাবাহিনীর বিরুদ্ধে।