মিয়ানমারে প্রতিদিনই নতুন নতুন কৌশলে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির জনগণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মিয়ানমারে চলমান সেনা অভ্যুত্থান ও অবৈধ ক্ষমতা দখলবিরোধী বিক্ষোভে প্রতিদিনই নতুন নতুন কৌশলে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির জনগণ।
কোথায়, কিভাবে বিক্ষোভ হবে ‘বিশেষ কিছু সংকেত’-এ তা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু এর বিন্দুমাত্র আঁচ করতে পারছে না নিরাপত্তা বাহিনী। অভ্যুত্থানের পর দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারে সর্বাত্মক রূপ নিয়েছে আন্দোলন-সংগ্রাম। এতে যোগ দিয়েছে কৃষক-শ্রমিক-মজুর থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ। বিশেষ করে শহরের শিক্ষিত ও রাজনীতি সচেতন নাগরিকদের একটা বড় অংশই আন্দোলনে শামিল হয়েছে। রাস্তার বিক্ষোভের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভ্যুত্থানবিরোধীরা।