মিয়ানমারে বিরুদ্ধে আরেকটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে
- আপডেট সময় : ০২:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারে বিরুদ্ধে আরেকটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। শুক্রবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৪টি দেশ; বিপক্ষে ছিল ৯টি। ভোটদানে বিরত ছিল ২৮টি দেশ।
মিয়ানমারে বর্বরতা বন্ধে ও বাস্তুভিটা ত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গাদের নিজ বসতভিটায় ফিরে যাওয়ার নিশ্চয়তার জন্যে এই প্রস্তাব যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সার্বিক সমর্থনের ব্যাপারটি পুনরায় দৃশ্যমান হলো। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে বিচার চলছে। এর শুনানি শেষ; এখন রায়ের অপেক্ষা। এই বিচারের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রস্তাব পাস খুবই গুরুত্বপূর্ণ।