মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
মিয়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে শ্রমিকরা ।
এ ঘটনায় দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের ধর্মঘটে অংশ নেওয়া রেলওয়ের শ্রমিকদের কম্পাউন্ড ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় দমন অভিযান । এর আগে ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপরই আইন অমান্য করে আন্দোলনে যায় সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীসহ মিয়ানমারের সাধারণ জনগণ। বর্তমানে দেশটির কল-কারখানা, দোকানপাট বন্ধ রয়েছে । পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে চলেছে।