মুকসুদপরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত, আহত আরো ২ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপরে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হয়েছে আরেকজন।
সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশাতলায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ওই স্থানে পৌঁছালে আখ বোঝাই একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে মহাসড়কের পাশে থাকা ইট-বালি, খোয়া মিক্সিং মেশিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক বেলায়েত হোসেন নিহত হন। এ সময় অপর দুইজন আহত হয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের চাপায় হানিফ মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।