করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
- আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চত্ত্বরে ৫শ’ অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৫শ’ টাকা করে বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন।
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনা কালীন ত্রাণ সহায়তা পেলেন অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা। সকালে ছেঁউড়িয়ায় লালন একাডেমীতে শিল্পীদের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শিল্পীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন- নওগাঁ চেম্বারের সভাপতির উদ্যোগে অসচ্ছল ১শ’ নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার।
এছাড়া- পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১ হাজার শ্রমিকের মাঝে নগদ ৫শ’ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছে- পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।