মুকসুদপুরে দুলাল শেখকে হত্যার দায়ে ৫ আসামীর ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৪:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আসামীদের অনুপস্থিতিতে প্রত্যেককে ফাঁসির আদেশ ৫০ হাজার টাকা করে জরিমানা করে দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দীন। ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে বাড়ী থেকে ডেকে গোহলা গ্রামের একটি শ্মশান ঘাটে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়।
ফরিদপুরে ভুয়া কাবিন নামার মাধ্যমে বিয়ে এবং বাড়িতে ডেকে মনিরা খানম নামের এক নারীকে পুড়িয়ে হত্যার দায়ে মোহাম্মদ সাহাবুদ্দিন খানকে মৃত্যুদন্ড ও অপর আসামী সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দের স্কুল ছাত্রী সুরাইয়া খাতুন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।