সরকারি সহায়তায় অভাবে আহরিত মধুর ন্যায্য দাম থেকে বঞ্চিত দিনাজপুরের মৌয়ালরা
- আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের তেরোটি উপজেলার লিচু বাগানগুলো। এ গাছ থেকে ও গাছে মৌ মাছি ছুটে বেড়াচ্ছে মধু আহরণে। মৌয়ালরা বলছেন, সরকারি সহায়তায় অভাবে আহরিত মধুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আর কৃষি বিভাগ বলছে, সুষ্ঠুভাবে মধু আহরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারা।
দেশের বিভিন্ন জায়গা থেকে আগত মৌয়ালদের পদচারণায় মুখর এখন জেলার ১৩ উপজেলা লিচু বাগানগুলো। এসব বাগানের অর্ধেকই রয়েছে দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামে। এবার মুকুলের সমারোহ বেশি থাকায় অধিক মধুর আশা করছেন মৌয়ালরা। কর্মসংস্থান হয়েছে অনেকের।
তবে সুষ্ঠু বিপণন ব্যবস্থা ও সরকারি সহায়তার অভাবে এসব আহরিত মধুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন মৌয়ালরা।
স্থানীয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, জেলায় ২ হাজার মৌয়াল মধু সংগ্রহ করছে। প্রতিনিয়ত তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হচ্ছে।
জেলায় এবার ছয় হাজারের অধিক জমিতে লিচু চাষ হচ্ছে। এসব লিচু গাছ থেকে সোয়া ২ লক্ষ মন মধু আহরিত হওয়ার প্রত্যাশা করছেন মৌয়ালরা; যার বাজার মূল্য ১০ কোটি টাকা।