মুক্তাগাছায় বাস চাপায় অটোরিকশার ৭ যাত্রীসহ ভিন্ন সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত
- আপডেট সময় : ০৯:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল- আমিন জানান, বিকেল সোয়া ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। পরে আহত ৩ জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা ।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের নৈশ কোচটি আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে সরোজগঞ্জ বাজার অতিক্রম করছিল। এ সময় বাসটি স্যালোইঞ্জিন চালিত আলমসাধু, পাখি ভ্যান ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহত ১০ জনকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ৪ জন নিহত হয়।
মানিকগঞ্জের সিংগাইর- হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী ও পিকআপ ভ্যানে থাকা আব্দুল্লাহ নামের এক শিশু। গেলরাতে সিংগাইরের বস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরো দুইজন নিহত হয়েছে। সাটুরিয়া সওদাগর পাড়ার হাতিগেটের সামনে শনিবার দুপর সাড়ে ১২ টার দিকে মটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাইসেকল আরোহী মো. জামাল হোসেন মারাত্মক আহত হলে তাকে সাভার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।