মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিচার দাবি করেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিচার দাবি করেছে ভারত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক আলোচনায় দিল্লি এ অবস্থানের কথা জানান জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি। ‘সশস্ত্র সংঘাতকালে বেসামরিক মানুষের সুরক্ষা : বড় শহরসমূহে যুদ্ধ ও নগরাঞ্চলে বসবাসরত বেসামরিক মানুষের সুরক্ষা’ ইস্যুতে কথা বলতে গিয়ে এ দাবি জানায় প্রতিবেশী দেশটি। বাংলাদেশও বেশ কয়েকবার আন্তর্জাতিক আদালতে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের চেষ্টা করেছে। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে বাংলাদেশ।