মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নতুন করে কাউকে খেতাব দেয়া হবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নতুন করে কাউকে আর খেতাব দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে বৈষম্য দূর করতেও কাজ চলছে। মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ’র উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নিয়ে বৈষম্য রয়েছে তা নিরসনে কাজ করছে মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য যে খেতাব দেয়া হয়েছে, নতুন করে আর কাউকে সে খেতাবে ভূষিত করা হবে না বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাই তাদের আবাসন, চিকিৎসা সহ নানা ক্ষেত্রে সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।
এর আগে, সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের করে মন্ত্রণালয়।