মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করলো গাজীপুর সিটি করপোরেশন
- আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে এবং এলাকার রাস্তাঘাটও তাদের নামে নামকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
দুপুরে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় মেয়র বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সিটি করপোরেশনের যেসব রাস্তাঘাট ভূয়া মুক্তিযোদ্ধার নামে আছে তা সংশোধন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করে দেয়া হবে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানও তাদের নামে হবে। সিটি করপোরেশনের এই সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার মিয়া ও আব্দুর রউফ নয়ন।