মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১১৭তম মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশনে সম্প্রতি গৃহীত এই রেজুলেশনে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াইকে স্মরণ করা হয়েছে। এ ছাড়া মিয়ানমারে গণহত্যার কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিউইয়র্ক থেকে নির্বাচিত হাউস রিপ্রেজেনটেটিভ মিস ওসাকো করতেজ নিজের এবং অন্য তিন হাউস রিপ্রেজেনটেটিভ রাশিদা তালিব, গ্রেহরি মিক, জিমি গোমেজের পক্ষে এটি উপস্থাপন করেন।