মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর পতাকা র্যালী
- আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রাঙামাটি, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে পতাকা রেলি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রাঙামাটিতে রেলিতে নেতৃত্ব দেন জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোন্তাকিমসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫০ সদস্য উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ শহরের আনসার ভিডিপি মাঠ এবং বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন ক্যাম্প থেকে দু’টি আলাদা রেলি বের হয়। এতে ব্যটালিয়নের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট শাওন আসাদসহ সদস্যরা অংশ নেন।
সিরাজগঞ্জে জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা’র নেতৃত্বে, ৫০টি জাতীয় পতাকা হাতে ৫০ সদস্য-সদস্যার অংশগ্রহণে একটি বর্নাঢ্য শোভাযাত্রা হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।